Bootstrap Image Preview
ঢাকা, ১৭ রবিবার, আগষ্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ক্লাবের ইচ্ছায় রিয়াল ছাড়বেন মার্সেলো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০৬ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০৬ PM

bdmorning Image Preview


রিয়াল মাদ্রিদের রক্ষণের অন্যতম স্তম্ভ সার্জিও রামোসদের সঙ্গে গুরুত্বপূর্ণ একজন ডিফেন্ডার মার্সেলো। সম্প্রতিতে তিনি ফর্ম হারিয়েছেন। যার পলে তাঁর ক্লাব ছাড়া নিয়েও চলছে নানা গুঞ্জন।

এমন অবস্থায় রিয়াল ছাড়া প্রসঙ্গে মুখ খুললেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। মার্সেলো জানালেন, ক্লাব কর্তৃপক্ষ চাইলে তিনি রিয়াল মাদ্রিদ ছাড়তে প্রস্তুত। ক্লাবের ইচ্ছায় সান্তিয়াগো বার্নাব্যু ছাড়তে সমস্যা নেই বলে জানিয়েছেন ব্রাজিলিয়ান এ তারকা। সেক্ষেত্রে তাঁকে চুক্তির সমপরিমাণ অর্থ দিয়ে দিলেই চলতি মৌসুম শেষে রিয়াল ছেড়ে চলে যাবেন বলে জানিয়েছেন মার্সেলো।

সম্প্রতি লা লিগা ছেড়ে মার্সেলোর ইতালিয়ান সিরি'আর ক্লাব জুভেন্টাসে যোগ দেওয়া নিয়েও চলছে নানা গুঞ্জন। মার্সেলোকে ক্লাব সতীর্থ হিসেবে পেতে তার সঙ্গে নাকি যোগাযোগ করছেন জুভেন্টাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

Bootstrap Image Preview