Bootstrap Image Preview
ঢাকা, ১৭ রবিবার, আগষ্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

২-১ গোলের রোমাঞ্চকর জয় পেল রিয়াল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪০ AM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০০ AM

bdmorning Image Preview


চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর লড়াইয়ে বুধবার রাতে আসেনসিও গোলে জয় নিয়ে মাঠ ছাড়ল রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ আয়াক্সের মাঠে ২-১ গোলের জয় পায় তারা। তাদের হয়ে এই ম্যাচে অপর গোলটি করেন বেঞ্জেমা। আয়াক্সেসের হয়ে একমাত্র গোলটি করেন ফেরান হাকিম। 

এদিন ম্যাচের প্রধমার্ধ অসাধারণ খেলা উপহার দেয় আয়াক্স। একাধিক গোলের সুযোগ তৈরি করে তারা৷ ম্যাচের ৩৭ মিনিটে তাগলিয়াফিকো হেডে রিয়ালের জালে বল জড়িয়েও দেন৷ তবে অজস্রবার রি-প্লে দেখার পর রেফারি দামির গোলটি বাতিল করেন তাদিচ অফসাইডে ছিলেন মনে হওয়ায়৷ গোলশূন্য ভাবেই প্রথমার্ধের খেলা শেষ হয়।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬০ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় রিয়াল। এ সময় ভিনিসিয়াসের পাস থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন বেঞ্জেমা৷ ১৫ মিনিট পরেই ম্যাচে সমতা ফেরায় আয়াক্স।  ৭৫ মিনিটে ডেভিড নেরেসের পাস থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান হাকিম৷

ম্যাচের ৮৭ মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন অ্যাসেনসিও। কারভাহালের ক্রসে বল পেয়ে জাল খুঁজে নেন এ স্প্যানিশ তারকা।

চ্যাম্পিয়ন্স লিগের অপর প্রি-কোয়ার্টারের প্রথম লেগে ঘরের মাঠে টটেনহ্যাম ৩-০ গোলে পরাস্ত করেছে বরুশিয়া ডর্টমুন্ডকে৷

Bootstrap Image Preview