Bootstrap Image Preview
ঢাকা, ১৪ সোমবার, জুলাই ২০২৫ | ৩০ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যাত্রী হয়রানি ও নদীদূষণ রোধে হটলাইন চালু করল বিআইডব্লিউটি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:২২ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:২২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যাত্রী হয়রানি এবং নদী দখলের পাশাপাশি দূষণ রোধে হটলাইন চালু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

গতকাল সোমবার দিবাগত রাত থেকে দুটি নম্বরে এই লাইন চালু করা হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হটলাইন দুটো ২৪ ঘণ্টা চালু থাকবে।

যে কেউ এ লাইনে কল করে ঢাকা নদীবন্দরে কুলি হয়রানিসহ বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদী দখল-দূষণ সম্পর্কে সুনির্দিষ্ট অভিযোগ জানাতে পারবে। যার ফলে নদীঘাট ও আশেপাশের এলাকাগুলোতে যাত্রী হয়রানি ও নদীদূষণ নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নেয়া সম্ভব হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী বিআইডব্লিউটিএর হটলাইনের নম্বর দুটি হলো ০১৩০৪০০৪০০৩ এবং ০১৩০৪০০৪০০৬।

Bootstrap Image Preview