Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মন্ত্রীর নির্দেশে পানির দামে ইন্টারনেট বিক্রি শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:০২ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশনা পর কমমূল্যে ডেটা বিক্রি শুরু করেছে রাষ্ট্রীয় অপারেট টেলিটক।

টেলিটকের ওয়েবাসাইটে দেখা যাচ্ছে, টেলিটক বর্ণমালা সিমে এক জিবি ইন্টারনেট দিচ্ছে ২৩ টাকায়, যার মেয়াদ ৭ দিন; এক জিবি ৪৪ টাকায়, মেয়াদ ৩০ দিন এবং ১৭৯ টাকায় ১০ জিবি, মেয়াদ ৩০ দিন।

অন্যদিকে রবিবার নিজের ফেসবুক ভ্যারিফাইড আইডিতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এক স্ট্যাটাসে জানিয়েছেন, ১ জিবি ডাটা ২১ টাকা মেয়াদ ৭ দিন, ১০ জিবি ডাটা ১৬৯ টাকা মেয়াদ ৩০ দিন-আমাদের টেলিটকে।’

মন্ত্রীর এই ফেসুবক স্ট্যাটাসে অনেকেই খুশি হলেও প্রায় সবাই মন্ত্রীকে টেলিটকের নেটওয়ার্ক সমস্যার কথা জানিয়েছেন। তাদের জন্য মন্ত্রী জানিয়েছেন, যারা টেলিটকের নেটওয়ার্ক নিয়ে সমস্যায় আছেন তাদেরকে আশ্বস্ত করছি যে দেশব্যাপী নেটওয়ার্ক উন্নয়নের কাজ আমরা করছি। একাধিক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

Bootstrap Image Preview