কর্ণফুলী টানেল নির্মাণের খনন কাজ আগামী ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে বানানী সেতু ভবনে সেতু কর্তৃপক্ষ ও নৌ-বাহিনী মধ্যে নিরাপত্তা সংক্রান্ত এ চুক্তি স্বাক্ষর শেষে এ কথা জানান তিনি। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল আওরঙ্গজেব উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, "কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পের সার্বিক নিরাপত্তা বিধানের দায়িত্ব বাংলাদেশ নৌ-বাহিনী নিয়েছে। নিরাপত্তার জন্য প্রায় ৬৫ কোটি টাকা চুক্তিতে স্বাক্ষর করেছে নৌ-বাহিনী।"
নৌ বাহিনীর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কমডোর মাহমুদ মালেক এবং সেতু কর্তৃপক্ষের পক্ষে প্রধান প্রকৌশলী কাজী ফেরদৌস।
চুক্তি শেষে ওবায়দুল কাদের বলেন, "আগামী ২৪ ফেব্রুয়ারি টিবিএম মেশিন দিয়ে খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।" কর্ণফুলী টানেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্যানেল নামকরণের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।
জানিয়ে ওবায়দুল কাদের বলেন, চট্রগ্রামবাসির দাবির প্রেক্ষিতে আমরা কর্ণফুলী টানেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্যানেল নামকরণের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছি।
এসময় নৌবাহিনী প্রধান আওরঙ্গজেব চৌধুরী বলেন, প্রকল্প এলাকায় নৌ-বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করবে এছাড়া প্রাথমিক চিকিৎসা এবং প্রকল্প এলাকায় একটি অফিস স্থাপন করা হবে।