Bootstrap Image Preview
ঢাকা, ১৩ রবিবার, জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধির জন্য কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:০৪ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


প্রতিবন্ধীদের সুষ্ঠু কর্ম পরিবেশ ও বিশেষ সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রতিবন্ধীদের অংশ নেওয়ার সুযোগ তৈরি করে দিতে হবে। সরকারি চাকরিতে প্রতিবন্ধী কোটা বহাল রয়েছে। বর্তমান সরকার প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।’

রবিবার দুপুরে গাজীপুরের টঙ্গীতে প্রতিবন্ধীদের দ্বারা পরিচালিত মৈত্রী শিল্পের উৎপাদন কার্যক্রম পরিদর্শন ও মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের ব্যাপারে খুবই সহানুভূতিশীল তিনি তাদের উন্নয়নে আরো নানামুখী পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছেন।’

মন্ত্রী দুপুরে শিল্প ভবনে পৌঁছলে নির্বাহী পরিচালক সেলিম খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মশিউর রহমান তাকে স্বাগত জানান। পরে তিনি প্রতিবন্ধীদের বিভিন্ন কার্যক্রম বিষয়ক আলোচনা সভায় অংশ নেন ও ১০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেন।

Bootstrap Image Preview