Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, অক্টোবার ২০২৫ | ৬ কার্তিক ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কিউই ক্রিকেটারের বিরুদ্ধে #মিটু অভিযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০৮ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১৫ PM

bdmorning Image Preview


অকল্যান্ডে ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি২০ ম্যাচে তাড়া করল #মিটু বিতর্ক। এবার অভিযোগের তীর উঠল দ্বিতীয় টি-টোয়েন্টতে নিউজিল্যান্ড একাদশে খেলা ডানহাতি পেসার স্কট কুলেনের বিপক্ষে। 

চার বছর আগে ধর্ষণে অভিযুক্ত নিউজিল্যান্ডের ক্রিকেটার স্কট কুগেলিন শুক্রবার ভারতের বিপক্ষে খেলতে নেমেছিলেন। যদিও ২০১৭ সালে আদালত জানিয়ে দেয়, কুগেলিন ধর্ষণে জড়িত নয়। কিন্তু ভুক্তভোগী সেই নারী তা মানতে রাজি নন। খেলা চলাকালীন সময় ওই  ‍ভুক্তভোগী নারী একটি প্লাকার্ড মেলে ধরেন, যেখানে লেখা ছিল 'জেগে ওঠো নিউজিল্যান্ড ক্রিকেট। #মিটু'‌।

এর আগে সিরিজের প্রথম টি২০ ম্যাচে দেখা গিয়েছিল 'না মানে না'‌ লেখা একটি প্লাকার্ড নিয়ে মাঠে ঢুকতে চেয়েছিলেন। কিন্তু স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীরা পোস্টারটি নিয়ে তাকে মাঠে প্রবেশ করতে দেয়নি। নিউজিল্যান্ড ক্রিকেটের জনসংযোগ কর্তা রিচার্ড বুক বলেছেন, 'আবেগের বশে কেউ এটি করেছেন। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।'

ম্যাচে অবশ্য কুগেলিন বিশেষ কিছু করতে পারেননি। ২ রানে অপরাজিত ছিলেন। আর বল হাতে ৩.‌৫ বলে ৩২ রান দিয়েছেন। একটিও উইকেট পাননি। ভারতীয় ব্যাটসম্যানরা রীতিমতো ধোলাই দিয়েছেন কুগেলিনকে।

জানা যায়, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে কুলেনের বিপক্ষে ধর্ষণের অভিযোগ মামলা দায়ের করা হয়েছিল নর্দার্ন ডিস্ট্রিক্ট কোর্টে। সেবার এ অভিযোগ থেকে বেকসুর খালাস পেয়েছিলেন কিউই অলরাউন্ডার।

Bootstrap Image Preview