Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টেলিভিশনের জন্য আলাদা সম্প্রচার নীতিমালা ও আইন করা হবে: তথ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৪৮ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৪৮ PM

bdmorning Image Preview


তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন,  ‘টেলিভিশনের জন্য আলাদা সম্প্রচার নীতিমালা ও আইন করা হবে।’

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সম্মেলনে একথা বলেন তিনি।

এ সময় বিদেশি শিল্পীদের দ্বারা তৈরি বিজ্ঞাপন এই সেক্টরটির জন্য ক্ষতির কারণ হিসেবে উল্লেখ করেন হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘একেবারে কালজয়ী, হৃদয়গ্রাহী মানুষের গভীরে পতিত হয়-এমন অনেক বিজ্ঞাপন বাংলাদেশে ছেলে-মেয়েরা তৈরি করেছে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে, বিদেশের সেকেন্ড গেয়ার শিল্পী দিয়ে বিজ্ঞাপন তৈরি করা হয়। সেটি ভারত এবং বাংলাদেশ সব জায়গায় প্রদর্শন করা হয়। এতেও কিন্তু এই সেক্টরটি সার্বিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।’

Bootstrap Image Preview