Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মালয়েশিয়ায় অর্ধশতাধিক বাংলাদেশি আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৪০ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৪০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মালয়েশিয়ায় অভিযানে ১২৩ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্য ৬৮ জনই বাংলাদেশি। রাজধানী কুয়ালালামপুর থেকে তাদেরকে আটক করা হয়। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক খাইরুল জোয়াইমীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির ইংরেজি দৈনিক স্টার অনলাইন। 

জানা গেছে, মালয়েশিয়ার অভিবাসন বিভাগ মঙ্গলবার কুয়ালালামপুর সিটি সেন্টারে ওই অভিযান চালায়। এ সময় ৫৩৫ বিদেশির কাগজপত্র পরীক্ষা করে ১২৩ জনকে আটক করা হয়।

খাইরুল জোয়াইমী জানান, আটকদের মধ্যে ৬৮ জন বাংলাদেশি। এ ছাড়া ৩৬ জন ইন্দোনেশিয়ার, নয়জন নেপাল, সাতজন মিয়ানমার এবং ভারত, পাকিস্তান ও ইয়েমেনের একজন করে নাগরিক রয়েছে।

Bootstrap Image Preview