Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মোটরসাইকেলে মিলল ১২ কেজি রূপার গহনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৩৯ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৩৯ PM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে ১১ কেজি ৮০০ গ্রাম (এক হাজার ১১ ভরি) রূপার গহনা জব্দ করেছে বিজিবি। 

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে এক অভিযানে এ রূপার গহনাগুলো জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য ১২ লাখ ১১ হাজার টাকা।

এবিষয়ে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. ইমাম হাসান জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনার রুদ্রনগর ইটভাটার কাছে অভিযান চালানো হয়। এসময় এক মোটরসাইকেল আরোহীকে থামানোর চেষ্টা করলে সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলে তল্লাশি করে লুকিয়ে রাখা ১১ কেজি ৮০০ গ্রাম রূপার গহনা পাওয়া যায়। 

বিজিবি পরিচালক আরো জানান, জব্দকৃত রূপার গহনা ও মোটরসাইকেল কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে।

Bootstrap Image Preview