Bootstrap Image Preview
ঢাকা, ১৭ রবিবার, আগষ্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আবারো পয়েন্ট খোয়ালো লিভারপুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০০ AM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০০ AM

bdmorning Image Preview


আবারো পয়েন্ট খোয়ালো মোহাম্মদ সালাহর লিভারপুল। সোমবার রাতে অ্যাওয়ে ম্যাচ লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে  ইয়ুর্গেন ক্লপের শিস্যরা ১-১ গোলে ম্যাচ ড্র করে৷ এই দিয়ে টানা দু’ ম্যাচ ড্র করল লিভারপুল। গত সপ্তাহে লেস্টার সিটির সঙ্গে ঘরের মাঠে একই স্কোরলাইনে শেষ করেছিল সালাহরা।

অ্যাওয়ে ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রেখে ২২ মিনিটে বিতর্কিত গোলে এগিয়ে যায় দ্য রেডস। সাইডলাইনের কাছে অ্যাডাম লালানা বল বাড়ান জেমস মিলনারকে। সেসময় পরিষ্কার অফ-সাইডে ছিলেন ইংলিশ মিডফিল্ডার৷ কিন্তু পাশেই থাকা লাইন্সম্যানের চোখ এড়িয়ে যায়। তাঁর ক্রস ছোট ডি-বক্সের বাইরে পেয়ে বাঁ-পায়ের প্লেস করে প্রতিপক্ষের জালে জড়ান সেনেগালের মিডফিল্ডার সাদিও মানে।

ম্যাচের ২৮ মিনিটে দারুণ এক গোলে সমতায় ফেরে ওয়েস্ট হ্যাম। মিডফিল্ডার ফেলিপে আন্দেরসনের বুদ্ধিদীপ্ত পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে ডান পায়ের বল ঠিকানায় পাঠান মিডফিল্ডার মিশাইল আন্তোনিও। প্রথমার্থ ১-১ গোলে শেষ হয়৷ দ্বিতীয়ার্থে দু-দল একাধিক সুযোগ পেলেও কোনও গোল হয়নি৷

৬২ মিনিটে ডি-বক্সে দু’জনকে ডজ করে এগিয়ে গেলেও দুর্বল শটে গোলের সুযোগ নষ্ট করেন সালাহ। ১০ মিনিট পর ইংলিশ মিডফিল্ডার মার্ক নোবেলের শট ক্রসবারের একটু উপর দিয়ে গেলে বেঁচে যায় লিভারপুল। এদিন ড্র করলেও ২৫ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল লিভারপুল৷ ২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ম্যাঞ্চসিটি। আর সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে  রয়েছেন টটেনহ্যাম।

Bootstrap Image Preview