Bootstrap Image Preview
ঢাকা, ০৪ সোমবার, আগষ্ট ২০২৫ | ২০ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘স্টুপিড’ বলায় বিয়ের কয়েক মিনিট পরেই তালাক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২১ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২১ PM

bdmorning Image Preview


কুয়েতে বিয়ে করার মাত্র কয়েক মিনিট পরই বরকে তালাক দিয়েছেন এক কনে। হাঁটতে গিয়ে পা পিছলে পড়ে যাওয়ায় বর তাকে ‘স্টুপিড’ বলেছিলেন। আর এটাকে গালি হিসেবে নিয়ে বিয়ের কয়েক মিনিট পরই বরকে তালাক দিয়ে দেন ওই কনে।

জানা গেছে, বিয়ের চুক্তিতে সই করার কয়েক মিনিট পরেই দম্পতি আলাদা হয়ে যান এবং আদালতে গিয়ে বিবাহ বিচ্ছেদ চেয়ে আবেদন করেন।

কনে পড়ে যাওয়ার সময় তাকে সহায়তা না করে বর তাকে নিয়ে মশকরা করেন। এ খবর ক্ষুদে ব্লগ টুইটারে ছড়িয়ে পড়লে কেউ কেউ কনের এ সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।

খবরে বলা হয়, বরের এমন রুক্ষ আচরণে ক্ষুব্ধ হয়ে কনে সোজা আদালতে চলে যান এবং স্বামীকে তালাক দেন। এটিকে কুয়েতের সবচেয়ে দ্রততম বিবাহবিচ্ছেদ বলে আখ্যায়িত করা হয়েছে।

Bootstrap Image Preview