Bootstrap Image Preview
ঢাকা, ০৮ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পর্নোগ্রাফির খপ্পরে পড়ে বাবা-মা ও ভাইকে খুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ১০:৩৩ AM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০২:৪১ PM

bdmorning Image Preview
প্রতীকী


পর্নোগ্রাফির খপ্পরে পড়ে বাবা, মা ও ভাইকে খুন করলো গ্রান্ট আমাতো। উত্তর-পূর্ব অরল্যান্ডোর গ্রামীণ এলাকায় বাসিন্দা তিনি।

জানা যায়, অনলাইন স্ট্রিমিং পর্নোগ্রাফিক সাইট 'ক্যাম গার্ল'-এ আসক্ত হয়ে দুই লক্ষ ডলার খরচ করে ফেলে আমাতো। তার এই কুকীর্তি পরিবারে জানাজানি হলে বাবা, মা ও দাদাকে খুন করে এই ২৯ বছর বয়সী যুবক।

স্কুল থেকে বিতাড়িত হওয়ার পর চাকরিতে যোগ দিয়েছিল আমাতো। তবে চাকরিতে বেশিদিন টিকতে পারেনি সে। পরে বাধ্য হয়েই বাড়িতে বসে আলস কাটাচ্ছিল সে। আর এ সময়েই পর্নোগ্রাফির ভূত চেপে বসে আমাতোর মাথায়।

'ক্যাম গার্ল' নামে একটি পর্নোগ্রাফিক লাইভ স্ট্রিমিং ওয়েবসাইটে আমাতোর সঙ্গে পরিচয় হয় এক বুলগেরিয়ান মহিলার। তার সঙ্গেই লাইভ ক্যামে যোগাযোগ রাখাতে আমাতো খরচ ফেলে প্রায় দুই লক্ষ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকারও কিছু বেশি। তবে নিজের কাছে কোন টাকা না থাকায় আমাতো ব্যবহার করে পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট।

এভাবেই পর্নোগ্রাফিক সাইটের পুরো অর্থই সে খরচ করে ফেলে পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে চুরি করে। প্রথমে বাবা-মায়ের অ্যাকাউন্ট থেকে চুরি করে প্রায় দেড় লক্ষ ডলার তুলে নেয় আমাতো। তারপর তার দাদার ব্যক্তিগত বন্দুক চুরি করে বিক্রি করে দেয়। এমনকি শেষ পর্যন্ত পর্ন সসাইটের টাকা পরিশোধের জন্য নিজেদের বাড়িও বন্ধক রেখে ৬৫ হাজার ডলার ঋণ নেয় সে।

সম্প্রতি তার এই কীর্তিকলাপ ধরা পড়ে পরিবারের সদস্যদের কাছে। বাড়ি বন্ধক ও অ্যাকাউন্টের টাকা নিয়ে তাকে প্রশ্ন করা হলে পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতন্ডায় জড়ায় আমাতো। এর এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মা, বাবা ও দাদাকে গুলি করে খুন করে সে।

ঘটনার পর পুলিশে হেফাজতে আছে আমাতো। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে চাকরি হারিয়ে ঘরে বসে থাকতে থাকতে আমাতো মানসিক রোগী হয়ে গিয়েছিলেন বলে দাবি করেছেন তার আইনজীবী।

Bootstrap Image Preview