Bootstrap Image Preview
ঢাকা, ০৪ সোমবার, আগষ্ট ২০২৫ | ২০ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্কার্টে গারবিলস লুকিয়ে বিমানবন্দরে নারী!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ০২:১৩ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ০২:১৩ PM

bdmorning Image Preview


অনেক ক্ষণ ধরেই মহিলার গতিবিধি সন্দেহজনক ছিল। শেষে জিজ্ঞাসাবাদ করতেই হতবাক হয়ে গেল পুলিশ।

ঘটনাটি চীনের আইনেম বিমানবন্দরের। সম্প্রতি ওই বিমানবন্দরে গারবিল পাচারের অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, প্রায় ২৪টি গারবিলস ওই মহিলা নিজের স্কার্টের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। স্কার্টের মধ্যে একটি ছোটো ব্যাগের মধ্যে গারবিলসগুলিকে রেখেছিলেন ওই মহিলা।

গারবিলস সাধারণত ইঁদুরের মতো দেখতে হয়। আয়তনে অনেক ছোট হয়। এশিয়ার বেশ কিছু দেশে এর দেখা মেলে।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, পাচারের উদ্দেশ্যেই গারবিলগুলিকে লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন এই মহিলা। তবে পুলিশি জেরা ওই মহিলা জানিয়েছেন, বন্ধুদের গারবিলস দিতে তিনি লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন।

তবে পাচারের এই নতুন চিন্তা বাড়িয়েছে বিভিন্ন দেশের পুলিশের কাছে। গত সপ্তাহেই বার্লিন বিমানবন্দরে এক ব্যক্তিকে পাইথন পাচারের অভিযোগ গ্রেফতার করেছিল পুলিশ। তিনিও একই কায়দায় প্যান্টের মধ্যে পাইথনটিকে লুকিয়ে রেখেছিলেন।

Bootstrap Image Preview