Bootstrap Image Preview
ঢাকা, ২৩ শনিবার, আগষ্ট ২০২৫ | ৮ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিপিএল ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন ডি ভিলিয়ার্স !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৯, ১০:৪২ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০১৯, ১০:৪২ PM

bdmorning Image Preview


চলতি বিপিএলে পয়েন্ট টেবিলে বেশ ভালো অবস্থানে আছে মাশরাফির রংপুর রাইডার্স। কিন্তু প্লে অফ পর্বের আগেই দলটি বড় ধাক্কা খেতে যাচ্ছে। কারণ তাদের দলের বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স দেশে ফিরে যাচ্ছেন।

প্রথমবারের মত  বিপিএল খেলতে আসা এই  দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যানকে আর মাত্র তিনটি ম্যাচের জন্য পাচ্ছে রংপুর রাইডার্স। কারণ তাঁর সঙ্গে মাত্র ছয়টি ম্যাচের চুক্তি করেছিলো  ফ্র্যাঞ্চাইজিটি। সেই কারণেই সামনের তিন ম্যাচ খেলে দেশে ফিরে যাবেন তিনি।

ডি ভিলিয়ার্স শেষ তিনটি ম্যাচ খেলবেন যথাক্রমে ঢাকা ডায়নামাইটস, রাজশাহী কিংস এবং কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে।

উল্লেখ্য, বিপিএল খেলতে আসেন ডি ভিলিয়ার্স। এখন পর্যন্ত তিনি তিনটি ম্যাচ খেলেছেন। ম্যাচ তিনটিতে তিনি রান করেছেন যথাক্রমে ৩৪, ৪১ ও ১। পয়েন্ট টেবিলে তাঁর দল রংপুর  ৯ ম্যাচে ৫ জয় নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।

Bootstrap Image Preview