Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বুধবার, জুলাই ২০২৫ | ২৫ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মার্চেই মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ: মোজাম্মেল হক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ০৫:৪৬ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ০৫:৪৬ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আগামী মার্চ মাসেই মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সাংবাদিকদেরকে তিনি এ কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, ‘যারা মনে করেন নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি, তাদের তরফ থেকে নির্বাচনের দিন বা তার পরের দিন কোনো এলাকাভিত্তিক, কেন্দ্রভিত্তিক কোনো প্রতিবাদ হয় নাই। প্রতিবাদ কেবল আমরা টেলিভিশন, টকশোতে এবং পত্রিকায় দেখি।’

বিএনপির উদ্ধৃতি দিয়ে মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি বলেছিল, সারাদিন ভোর থেকে তারা পাহারায় ছিল। আপনারা ভাল জানেন, তারা পাহারা দেওয়ার কোনো লোক পায়নি। যেহেতু তাদের কোনো সমর্থক তারা পায়নি, ছিল না, এখন তারা কিছু কাল্পনিক অভিযোগ নিয়ে মাতামাতি করছে। তারা এখন যদি না আসে তবে উপজেলা নির্বাচন বসে থাকবে না।’

আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না নেওয়া প্রসঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘উপজেলা নির্বাচনে যদি কেউ না আসে তবে নির্বাচন বন্ধ থাকবে না, নির্বাচন অংশগ্রহণমূলক হবে।’

নবীণবরণ অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল জলিলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন-মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

Bootstrap Image Preview