Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, আগষ্ট ২০২৫ | ১৯ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শেষমেশ হবু শ্বশুরকে বিয়ে করেছে স্বপ্না!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ০৬:০৭ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ০৬:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সবকিছু ঠিক ছিল। সেদিন বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল স্বপ্নার (২১)। বিয়েও হয়েছিল। কিন্তু বরের সঙ্গে নয়, হবু শ্বশুরের সঙ্গে।

বিদায়ী বছরের অক্টোবরের দিকে এ ঘটনা ঘটেছিল ভারতের বিহারে। রাজ্যে সেদিন বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল স্বপ্না (২১) নামের এক নারীর। বিয়ে হয়েছিল। কিন্তু বরের সঙ্গে নয়, হবু শ্বশুরের সঙ্গে।

জানা যায়, বর প্রেম করেন অন্য এক মেয়ের সঙ্গে। তাই বিয়ে ঠিক হলেও পরিবারের চাপে বিয়ে করতে এসে প্রেমিকার হাত ধরে পালান। শেষমেশ ঘটনা ঘটলো উল্টোটি। মেয়ে তার হবু শ্বশুরকেই বরে মেনে বিয়ের পিঁড়িতে বসতে রাজি হলো। উড়িষ্যা পোস্টের খবরে বলা হয়, লগ্ন অনুযায়ী বিয়ের দিন রাজ্যের সমস্তিপুর এলাকায় কনের বাড়িতে হাজির হন বরপক্ষ। এমন সময়ে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যান বর।

উড়িষ্যা পোস্টের খবরে বলা হয়, লগ্ন অনুযায়ী বিয়ের দিন রাজ্যের সমস্তিপুর এলাকায় কনের বাড়িতে হাজির হন বরপক্ষ। এমন সময়ে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যান বর।

এতে বেশ বিপত্তির মুখে পড়ে দুই পক্ষই। শেষমেশ নিজের সম্মান বাঁচাতে আজব এক সিদ্ধান্ত নেন কনের বাবা। তিনি মেয়েকে বরের বাবা রোশানের সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তাব দেন। প্রস্তাবে রাজিও হন রোশান। এমন পরিস্থিতিতে কোনো পথ খোলা না পেয়ে বিয়েতে রাজি হয়ে যান কনে স্বপ্নাও। ওই দিনেই ৬৫ বছর বয়সী হবু শ্বশুরের সঙ্গে মালাবদল করেন তিনি।

Bootstrap Image Preview