Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চৌহালীতে উপজেলা মাসিক আইনশৃংখলা সভা অনুষ্ঠিত

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ০৩:১৫ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ০৩:১৫ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদের মাসিক আইনশৃংখলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ জানুয়ারী) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সানওয়ার হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সিরাজগঞ্জ-৫ আসনের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবীব,যুগ্ন সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেমদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত হোসেন, জহুরা পারভীন জোসনা, চৌহালী থানার ওসি তদন্ত হাসিবুল্লাহ হাসিবসহ সকল দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ গণমাধ্যম কমীরা।

আব্দুল মমিন মন্ডল বলেন, চৌহালীর আইনশৃংখলা অনেক ভাল তবে কেউ যদি আইনশৃংখলার অবনতি ঘটানোর চেষ্টা করেন সে যে দলেরই হোক না কেন তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। প্রধানমন্ত্রীর অঙ্গীকার অনুযায়ী দেশে মাদক, জঙ্গীবাদ মুক্ত সোনার বাংলা গড়তে আ'লীগ নেতাও অপরাধ করলে রেহাই পাবে না। তিনি আরো বলেন, উপজেলার উন্নয়নে আপনারা আমার পাশে থেকে সহযোগিতা পেলে আমি চৌহালী উপজেলাকে একটি মডেল ও ডিজিটাল করে গড়তে পারব ইনশাআল্লাহ।  

Bootstrap Image Preview