গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।
বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেড কোয়াটার্সে অনুষ্ঠিত মাসিক আইনশৃংখলা কমিটির সভায় পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে তাকে ক্রেস্ট প্রদান করেন।
আইনশৃংখলা নিয়ন্ত্রণ, মাদক দ্রব্য উদ্ধার, সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যাপারে প্রশংসনীয় ভূমিকা রাখায় ইসমাইল হোসেনকে শ্রেষ্ঠ থানার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়।
ক্রেস্ট প্রদানকালে গাজীপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আজাদ মিয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) কে এম আরিফুল হক, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ শরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।