Bootstrap Image Preview
ঢাকা, ১৮ সোমবার, আগষ্ট ২০২৫ | ৩ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ওয়ার্নারের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোই এবার কাল হলো নাসিরের!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ০২:৪৭ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ০৩:১৮ PM

bdmorning Image Preview


ছয় মাসের ইনজুরি কাটিয়ে বিপিএল দিয়ে আবারো ক্রিকেটে ফিরেছিলেন নাসির হোসেন। এবারের আসরেও ছিলেন সিলেট সিক্সার্সের দলে। তবে মাত্র দুটি ম্যাচ খেলেই ছিটকে গেছেন একাদশ থেকে। শুধু তাই নয় তাকে বাদ দিয়েই বিপিএলের সিলেট পর্বে অংশ নিয়েছে সিলেট ফ্রাঞ্চাইজি।

মাত্র দুই ম্যাচ পরই নাসিরের দল থেকে বাদ পড়াও বিষয়ে সিলেট সিক্সার্স কর্তৃপক্ষ জানিয়েছিল নিজের ইচ্ছাতেই ঢাকায় থেকে গেছেন ফর্ম ফিরে পাওয়ার লড়াইয়ে থাকা নাসির হোসেন। 

তবে ক্রিকেট পাড়ায় চাউর হয়েছে অন্য খবর। বারবার বিতর্কে ও নারী কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগ ওঠা নাসির হোসেন সিলেট অধিনায়ক ওয়ার্নারের সঙ্গে বাক বিতন্ডায় জড়িয়ে বাদ পড়েছেন দল থেকে। 

দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন অনুযায়ী, সিলেট সিক্সার্সের দলীয় এক সূত্র নাকি জানিয়েছে, অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সাথে বিবাদ হয়েছে নাসিরের। আর এর শাস্তি হিসেবেই তাকে সিলেট পর্বে দলের সঙ্গে রাখা হয়নি!!

যদিও এমন কিছু কেউ স্বীকার করছেন না সরাসরি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে একপেশে ম্যাচ হারার পর অলক কাপালিকে এ নিয়ে প্রশ্ন করা হলে এই ছিল তার উত্তর- ‘নাসির নিজে থেকেই বিশ্রাম নিয়েছে, ঢাকায় যোগ দেবে!!

প্রসঙ্গত, নাসিরকে সরিয়ে বিপিএল ষষ্ঠ আসরে সিলেটের অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয় অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক ওয়ার্নারের কাঁধে। তার নেতৃত্বে নাসিরের খেলা দুটি ম্যাচের একটি ৩ ও অন্যটিতে ০ রানে আউট হন। 

Bootstrap Image Preview