Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চৌহালীতে জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ইদ্রিস আলী, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৯, ০৯:৫৫ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০১৯, ০৯:৫৫ PM

bdmorning Image Preview


জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) আগামী ১৯ জানুয়ারি ২০১৯ সফলভাবে সম্পূর্ণ করার জন্য অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জানুয়ারি) চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জাতীয় ভিটামিন ক্যাম্পেইন 'এ' প্লাস ২০১৯ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শেখ ইফতেখার রহমান জানান, অত্র উপজেলায় ৭ টি ইউনিয়নের ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ২ শত ৪৫ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৮ হাজার ১ শত ৬০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরও  বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রংয়ের ভিটামিন 'এ' ক্যাপসুল এবং ১১থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ঐদিন সকাল ৮টা হতে বিকেল ৪ টা পর্যন্ত বিরতীহীনভাবে এ ক্যাম্পেইন চলবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব হযরত আলী মাস্টার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জাহাঙ্গীর ফিরোজ, উপজেলা সমাজসেবা অফিসের প্রতিনিধি আব্দুল ওয়াহাব, স্বাস্থ্য পরিদর্শক আঃ আজিজ, সহকারী স্বাস্থ্য পরিদর্শকগণ, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 

Bootstrap Image Preview