Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরাঞ্চল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০১৯, ০২:২২ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০১৯, ০২:২২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ঘন কুয়াশা ও টানা শৈত্যপ্রবাহ বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের জনজীবন। এতে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল মানুষ। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। সর্দি, কাশি, নিউমোনিয়া, জ্বর, ডায়রিয়াসহ বিভিন্ন শীতজনিত রোগে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ভিড় বেড়েছে হাসপাতালগুলোতে।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) ভোর ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শীতের কারণে পঞ্চগড় সরকারিভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার কম্বলসহ বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে কয়েকদিন ধরে বেড়ে চলেছে শীতের তীব্রতা। ঘনকুয়াশায় ঢাকা পড়েছে চারদিক। শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের।

Bootstrap Image Preview