Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কুবি শিক্ষক সমিতির নির্বাচন মঙ্গলবার

কুবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৯, ০৮:৩৫ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০১৯, ০৮:৩৫ PM

bdmorning Image Preview


কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামীকাল মঙ্গলবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে ঘীরে প্যানেল ঘোষণাসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে 'বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ ‘নীল দল’ এবং স্বাধীনতা, ঐতিহ্য ও জাতীয়তাবাদে বিশ্বাসী 'সাদা দল'।

পূর্ণ প্যানেল নিয়ে নির্বাচনে অংশ নিবে 'নীল দল'। অন্যদিকে ১৫টি পদের বিপরীতে চারটি পদের আংশিক প্যানেল নিয়ে নির্বাচনে প্রার্থিতা করবে 'সাদা দল'।

নীল দলের প্যানেলের প্রার্থী হিসেবে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. শামিমুল ইসলামকে সভাপতি ও কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ কাজী ওমর সিদ্দিকীকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করে।

নীল দলের প্যানেলে প্রার্থী হিসেবে অন্যান্যরা হলেন সহ-সভাপতি মেহেদী হাসান ও জিয়া উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান, কোষাধ্যক্ষ সাদেকুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুল হক ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য  ড. সজল চন্দ্র মজুমদার, ড. স্বপন চন্দ্র মজুমদার, ড. মোহাম্মদ মিজানুর রহমান, হুমায়ুন কাইসার, মেহেদী হাসান, মোহাম্মদ জসিম উদ্দিন ও জান্নাতুল ফেরদৌস।

অন্যদিকে 'সাদা দল'-এর প্যানেলে প্রার্থীদের মধ্যে সভাপতি পদে রয়েছেন অধ্যাপক ড. মাসুদা কামাল, সহ-সভাপতি পদে ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পদে ড. মোহাম্মদ সোলায়মান এবং কার্যকরী সদস্য পদে ড. আবদুল হাকিম।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। এটি হবে শিক্ষক সমিতির ৭ম কার্যনির্বাহী পরিষদ। মেয়াদ থাকবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

Bootstrap Image Preview