Bootstrap Image Preview
ঢাকা, ৩০ শনিবার, আগষ্ট ২০২৫ | ১৫ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হিজবুল্লাহর সব টানেল পাওয়ার দাবি করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৯, ১০:১৫ AM
আপডেট: ১৪ জানুয়ারী ২০১৯, ১০:১৫ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


লেবানন থেকে হিজবুল্লাহর খনন করা সব টানেল খুঁজে পেতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

রবিবার ইসরায়েল এ বিষয়টি জানিয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে ইসরায়েলের লেফটেন্যান্ট কর্ণেল জনাথন কনরিকাস সাংবাদিকদের বলেন, গোয়েন্দা তথ্য এবং পরিস্থিতি বিবেচনায় মনে করা হচ্ছে লেবানন থেকে ইসরাইলে হামলা চালাতে আর কোন আন্তঃসীমান্ত টানেল আর অবশিষ্ট নেই।

গত ৪ ডিসেম্বর ইসরায়েল সীমান্তবর্তী টানেল খোঁজা ও তা ধ্বংসের কাজ শুরু করে। এ কারণে আশংকা করা হচ্ছিল লেবানন ভিত্তিক এই জঙ্গি সংগঠন এর প্রতিক্রিয়ায় পাল্টা জবাব দেবে। তবে, সীমান্ত বর্তমানে শান্ত রয়েছে।

ইসরাইলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র মোট কতোগুলো টানেল তারা খুঁজে পেয়েছে তা জানাতে অস্বীকৃতি জানিয়েছে।
তবে, সেনাবাহিনী অভিযান শুরুর পর এ পর্যন্ত মোট ছয়টি টানেল খুঁজে পাওয়ার ঘোষণা দিয়েছে। শনিবার সর্বশেষ টানেলটি খুঁজে পাওয়া গেছে, যা ধ্বংসের মাধ্যমে অভিযান শেষ হবে বলে জানিয়েছে ইসরায়েল।

Bootstrap Image Preview