Bootstrap Image Preview
ঢাকা, ০৪ সোমবার, আগষ্ট ২০২৫ | ২০ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঝালকাঠিতে এমপি হতে নারী নেত্রীদের দৌড়-ঝাঁপ

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০১৯, ০৪:৩১ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০১৯, ০৫:১৯ PM

bdmorning Image Preview


ঝালকাঠি, পিরোজপুর এবং বরগুনা জেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেতে নারী নেত্রীদের মধ্যে দৌড়-ঝাঁপ শুরু হয়েছে।

এ আসনে মনোনয়ন পেতে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, জেলা মহিলা আওয়ামী আওয়ামী লীগের আহ্বায়ক হোসনে আরা মান্নান, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ, কেন্দ্রীয় যুব মহিলা লীগ নেত্রী কিশোয়ারা সুলতানা, জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নেত্রী রাজিয়া সুলতানা, যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী ইয়াসমিন পপি, জেলা মহিলা লীগের যুগ্ন আহ্বায়ক শারমীন মৌসুমি কেকা, রাজাপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু ও নলছিটি উপজেলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন।

প্রত্যেকেই তাদের স্ব স্ব স্থান থেকে মনোনয়ন পাবার ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেন। এদের মধ্যে দলের প্রতি ত্যাগ স্বীকার, আওয়ামী লীগ পরিবারের সন্তান, উচ্চ শিক্ষিত এসব বিভিন্ন ইমেজের বিষয় বিবেচনা করে মূল্যায়নের আশায় মনোনয়ন প্রত্যাশা করেন তারা।

Bootstrap Image Preview