Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যোগদানের ৩ দিন পরই সরিয়ে দেওয়া হল ভিকারুননিসার ‘নতুন অধ্যক্ষ’কে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০১৯, ০৪:৫১ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০১৯, ০৪:৫১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


যোগদানের তিন দিন পরই সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরীকে।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাতেই তাকে ওইপদ থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগে গত ৮ জানুয়ারি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেন কেকা রায় চৌধুরী।

জানা গেছে, শনিবার অপরাহ্নে কেকা রায় চৌধুরী পদত্যাগ করবেন। আর ঐ পদে যোগ দিবেন গত ৫ জানুয়রি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পদত্যাগ করা হাসিনা বেগম।

অধ্যক্ষের পদে এমন কাণ্ডে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, গত কয়েকবছর ধরে ভর্তি বাণিজ্য হচ্ছে প্রতিষ্ঠানটিতে। নির্দিষ্ট আসনের বিপরীতে বহু সংখ্যক শিক্ষার্থী ভর্তি করা হয়। অবৈধ ভর্তির নেপথ্যে থাকা গোষ্ঠীই অধ্যক্ষ নিয়োগে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

ভিকারুননিসার জিবি সদস্য আতাউর রহমান বলেন, মন্ত্রণালয়ের তদন্ত কমিটির নির্দেশনা অনুযায়ীই আমরা অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া শুরু করি। আবার মন্ত্রণালয়েরই নির্দেশে সেই প্রক্রিয়া স্থগিত করতে হয়েছে।

Bootstrap Image Preview