Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্ত্রীর আত্মহত্যার পাঁচদিন পরে স্বামীর আত্মহত্যা, নেপথ্যে...

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০১৯, ০৪:৩৬ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০১৯, ০৪:৩৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


গলায় ওড়না পেঁচিয়ে মাত্র ৫ দিন আগে আত্মহত্যা করেন স্ত্রী সোহানা বেগম (১৯)। এদিকে পাঁচদিন পর স্ত্রীর মৃত্যুশোক সইতে না পেরে গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন স্বামী সাগর শেখ (২৬)।

এমন ঘটনা ঘটেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের উত্তর গোপীনাথপুর গ্রামে। সাগর শেখের লাশ শুক্রবার দুপুরে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠিয়েছে নগরকান্দা থানা পুলিশ। নিহত সাগর শেখ ওই গ্রামের খোকন শেখের ছেলে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সাগর শেখ তার চাচা সোবহান শেখের মেয়ে সোহানা বেগমকে প্রেম করে এক বছর আগে বিয়ে করেন। তাদের এ বিয়ে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি সাগর শেখের মা জামেলা বেগম। বিয়ের পর থেকেই সোহানাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে। নির্যাতনের মাত্রা দিন দিন বৃদ্ধি পেতে থাকলে সহ্য করতে না পেরে গত ৬ জানুয়ারি রোববার দিবাগত গভীর রাতে বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সোহানা বেগম।

সোহানার মৃত্যুর পর সাগর শেখ মানসিকভাবে ভেঙে পড়েন। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সাগর শেখ।

নগরকান্দা থানার ওসি মিজানুর রহমান বলেন, লাশের ময়নাতদন্তের পর সাগর শেখের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Bootstrap Image Preview