Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শনিবার, আগষ্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত ২ মৃতদেহ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০১৯, ১০:৫২ AM
আপডেট: ১১ জানুয়ারী ২০১৯, ১১:১৫ AM

bdmorning Image Preview


রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীতে পৃথক স্থান থেকে অজ্ঞাত পরিচয় দুটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ফরাশগঞ্জ খেয়াঘাটের সামনের একটি এবং হাসনাবাদে আরেকটি লাশ পাওয়া যায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই ফিরোজ হোসেন জানান, অজ্ঞাত পরিচয় এই দুজনই পুরুষ। একজনের বয়স আনুমানিক ৪৫ ও আরেকজনের ৩২ বছর।

এসআই ফিরোজ বলেন, লাশ দুটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, মৃতদেহ দুটি পচে গেছে। এক জনের মাথায় ও ডান পায়ে আঘাতের চিহ্ন শনাক্ত করা গেলেও অপরজনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদেন্তর প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

Bootstrap Image Preview