শুনে অবাক হলেও ঘটনা সত্যি। রাজবাড়ীর দৌলতদিয়ায় ২ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে দুটি টাকি মাছ।
মঙ্গলবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া বাইপাস এলাকার জনৈক মাসুমের পুকুরে ধরা পড়ে বিশালাকৃতির টাকি মাছ ২টি। এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ মাছ দুটি দেখতে ভিড় জমায়।
পরে জেলেদের কাছ থেকে মাছ দুটি দৌলতদিয়া ঘাটের তপু নামে এক ব্যবসায়ী সাড়ে ৬০০ টাকা কেজি দরে ২৬০০ টাকায় কিনে নেন।
জানা যায়, প্রতিটির ওজন ২ কেজি। দেশি প্রজাতির এত বড় টাকি মাছ বিরল।
এ বিষয়ে গোয়ালন্দের গোপাল হালদার নামের প্রবীণ একজন জেলে বলেন, দেশি প্রজাতির টাকি মাছ সাধারণত আধা কেজি ওজনের বেশি হয় না। এত বড় আকৃতির টাকি মাছের দেখা পাওয়া বিরল।