Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাহজাদপুরে ইয়াবাসহ 'মাদক সম্রাট' জিম গ্রেফতার

ফারুক হাসান কাহার, শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০১৯, ০৯:৪৭ PM
আপডেট: ০৭ জানুয়ারী ২০১৯, ০৯:৪৭ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের শাহজাদপুরে ১০৩ পিছ ইয়াবাসহ মাদক সম্রাট জিমকে (৩৫) গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ।

রবিবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর পৌর এলাকার চালা শাহজাদপুর (সাহাপাড়া) মহল্লার বীণা পানি পাঠাগার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজ সোমবার দুপুরে তাকে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত মাদক বিক্রেতা উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামের ফিরোজ ফকিরের ছেলে বলে জানা গেছে। জিমের বিরুদ্ধে শাহজাদপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়ার নেতৃত্বে এসআই গোলজার হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

এলাকাবাসীর অভিযোগ, মাদক সম্রাট জিম এলাকায় দীর্ঘদিন ধরে রমরমা মাদকের ব্যবসা করে আসছিল।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া জানান, শাহজাদপুরে চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বিশেষ সোর্স নিয়োগ করে কৌশলে অবশেষে মাদক সম্রাট জিমকে মাদক দ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে। চলমান এ অভিযান অব্যাহত থাকবে।

Bootstrap Image Preview