Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, আগষ্ট ২০২৫ | ১৯ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গোদাগাড়ী ফুলকুঁড়ি একাডেমির আনুষ্ঠানিক যাত্রা শুরু

আব্দুল বাতেন, গোদাগাড়ী প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০১৯, ০২:৫৩ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০১৯, ০২:৫৩ PM

bdmorning Image Preview


রাজশাহীর গোদাগাড়ী পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নতুনভাবে পথচলা গোদাগাড়ী ফুলকুঁড়ি একাডেমির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

শনিবার (৫ জানুয়ারি) সকাল ১০ টার গোদাগাড়ী পৌর শহরের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী স্থান, বুজরুক পাড়া, কেল্লাবারুইপাড়া ও আরিজপুর গ্রামের অন্তর্গত স্থানে নির্মিত ফুলকুঁড়ি একাডেমির ক্যাম্পাসের শুভ উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ শাহাবুদ্দিন মাস্টার ক্যাম্পাসের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এই সময় আরো উপস্থিত ছিলেন, গোদাগাড়ী প্রেসক্লাবের দফতর সম্পাদক মোঃ আব্দুল বাতেন, ফুলকুঁড়ি একাডেমির প্রধান শিক্ষক আব্দুস সামাদ, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা দাতা হাসানুজ্জামান মুন্টু গোদাগাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সাধারণ সম্পাদক মিলুসহ বিভিন্ন পর্যায়ের সুধিজন।

অত্যন্ত মনোরম পরিবেশে গড়ে ওঠা প্রতিষ্ঠানটিতে রয়েছে বাচ্চাদের খেলাধুলার মনোরম পরিবেশ, চারিদিক পাকা দেয়াল দিয়ে ঘেরা বিশাল প্রাচীর ও গাছপালার সমারোহ।    

Bootstrap Image Preview