Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শনিবার, আগষ্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বছরের শুরুতেই ধাক্কা খেল রিয়াল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০১৯, ১২:২০ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০১৯, ১২:২০ PM

bdmorning Image Preview


বছরের শুরুটা ভালো হলো না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। গতকাল লা লিগায় ভিয়ারিয়ালের মাঠে বছরের প্রথম ম্যাচে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে লস ব্ল্যাঙ্কোসরা।

নিজেদের মাঠে সুযোগ পেয়ে শুরু থেকেই রিয়ালের উপর চেপে বসে ভিয়ারিয়াল। ৪ মিনিটের মাথায় রিয়ালের দুর্বল রক্ষণভাগ ভেঙে প্রথম গোলটি করে ভিয়ারিয়ালের মিডফিল্ডার কাসোরলা। তবে ৭ মিনিটেই প্রতিদান দিয়ে দেয় সোলারির শিষ্যরা। লুকাস ভাসকেসের ক্রসে রিয়ালের হয়ে প্রথম গোল করেন করিম বেনজেমা। ২০ মিনিটের মাথায় দলকে এগিয়ে নিয়ে যায় ডিফেন্ডার রাফায়েল ভারানে।

২-১ গোলে এগিয়ে স্বস্তি নিয়ে বিরতিতে যায় রিয়াল। দ্বিতীয় গোলার্ধের শুরু থেকেই ধীরে সুস্থে খেলছিল ক্লাব বিশ্বকাপের শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। জয়ের স্বপ্নে যখন বিভোর সোলারির শিষ্যরা ঠিক তখনই খেলা শেষ হবার কিছু আগে ৮২ মিনিটের মাথায় আবারও রিয়ালের জালে বল জড়ায় কাসোরলা। শেষ পর্যন্ত স্বাগতিকদের সাথে পয়েন্ট ভাগাভাগি করে ফিরে যেতে হয় রিয়ালকে।

পয়েন্ট খোয়ালেও টেবিলের চারেই অবস্থান রিয়ালের। ১৭ ম্যাচে ৩০ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৩৭ পয়েন্টে শীর্ষে বার্সেলোনা। দুইয়ে থাকা অ্যাটলেটিকোর পয়েন্ট ৩৪।

ম্যাচের পর পয়েন্ট হারানোর পেছনে বেলের অনুপস্থির কথা উল্লেখ করে রিয়াল কোচ সোলারি বলেন, ‘যখন জয়টা আমাদের হাতে তখনই আমরা ম্যাচটা হাত থেকে ফেলে দিয়েছি। প্রতিপক্ষ নিজেদের মাঠে খেলেছে। ওরা প্রচুর চাপ দিয়ে খেলেছে এবং পয়েন্ট আমাদের হাত থেকে কেড়ে নিয়েছে। গ্যারেথের অভাবটাই আমাদের ভুগিয়েছে। আমরা কাউন্টার অ্যাটাকে প্রচুর ভুল করেছি। গ্যারেথ এই কাজে একজন বিশেষজ্ঞ।’

Bootstrap Image Preview