Bootstrap Image Preview
ঢাকা, ২৫ সোমবার, আগষ্ট ২০২৫ | ১০ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ১১:৫২ AM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ১১:৫২ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


কেরানীগঞ্জ মডেল থানাধীন পটকাজোড় এলাকায় জাকির হোসেন রুবেল (৪২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (২ জানুয়ারি) ভোরে ওই এলাকার একটি বাড়ির তিনতলা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। 

নিহতের বড় ভাই মো. দেলোয়ার জানান, তার ছোট ভাই (রুবেল) ওই এলাকায় একাই ভাড়া থেকে আলম মার্কেট এলাকায় একটি প্যান্টের দোকানে চাকরি করতেন। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি এলাকায়।

কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

Bootstrap Image Preview