বাংলাদেশের সংসদ নির্বাচনের প্রতিক্রিয়ায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতৃসুলভ আচরণের জন্য আমি তাকে মায়ের মতো দেখি। বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দলের জয়ে আমি খুবই আনন্দিত।
সোমবার (৩১ ডিসেম্বর) সাংবাদিকদের কাছে নিজের অভিমত ব্যক্ত করে এসব কথা বলেন তিনি।
বিপ্লব কুমার দেব বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কন্যা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে তার দল বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল ভোটে জয় পেয়েছে।
তিনি বলেন, ত্রিপুরাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছি। গত ৩ মার্চ ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে শেখ হাসিনা ফোন করে অভিনন্দন জানিয়ে বলেছিলেন আমার প্রথম সফর যেনো বাংলদেশ দিয়ে শুরু হয়।