Bootstrap Image Preview
ঢাকা, ০৪ সোমবার, আগষ্ট ২০২৫ | ২০ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফারুকের কাছে লক্ষাধিক ভোটে হেরে গলেন পার্থ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ০১:৩৭ AM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ০১:৩৭ AM

bdmorning Image Preview
ফাইল ছবি


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত ঢাকা-১৭ আসনে  ভোটগ্রহণ শেষে গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রায় লক্ষাধিক ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন মহাজোট প্রার্থী চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। তিনি জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে হারান।

নায়ক ফারুক পেয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৬১০ ভোট। অন্যদিকে ধানের শীষ প্রতীক নিয়ে পার্থ পেয়েছেন ৩৮ হাজার ৬৩৯ ভোট।

যে কোনো সংসদ নির্বাচনে রাজধানীর এই আসনটিতে চোখ থাকে সবার। গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস ও ভাসানটেকের কিছু অংশ নিয়ে গঠিত ঢাকার প্রাণকেন্দ্রের এই আসনে এবার বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী নির্বাচন করেছেন।

এর আগে ভোটের দিন দুপুরে জাল ভোট কেন্দ্র দখলের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন পার্থ।

Bootstrap Image Preview