Bootstrap Image Preview
ঢাকা, ০৫ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২০ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট মাহী

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৭:১৫ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৭:১৫ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মুন্সিগঞ্জ-১ আসনের (শ্রীনগর-সিরাজদিখান) মহাজোট প্রার্থী মাহী বি চৌধুরী।

রবিবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মুন্সিগঞ্জে তিনটি আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত ভোটে অনিয়মের কিছু পাইনি। কোথাও সহিংসতা হয়নি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। ভোটগ্রহণের পরিবেশ নিয়ে সন্তুষ্ট আমি। তবে সিরাজদিখানের ইমামগঞ্জ এলাকায় আওয়ামী লীগ অফিসে ভাঙচুর হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। এছাড়া আর কোনো সহিংসতা ঘটেনি। এ ঘটনার জন্য শাহ মোয়াজ্জেম হোসেনকে দায়ী করেন তিনি।

তিনি আরও বলেন, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটারদের যে উপস্থিতি তা আগে কখনো দেখিনি।

Bootstrap Image Preview