Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এজেন্টদের বের করে দেওয়া ঠিক না: বি চৌধুরী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০১:০০ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০১:০০ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ভোটকেন্দ্র থেকে কোনো দলের এজেন্টদের বের করে দেওয়া ঠিক না। আমি জানি না কোথাও এ ধরনের ঘটনা ঘটেছে কিনা। যদি ঘটে থাকে তাহলে তার তদন্ত হওয়া উচিত।

রবিবার (৩০ ডিসেম্বর) ঢাকা-১৭ আসনের বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের বারিধারা কসমোপলিটন ক্লাব কেন্দ্রে ভোট দিয়ে বের হওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন বি চৌধুরী।

তিনি বলেন, সারাদেশে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ করা হচ্ছে। আশা করছি এর মাধ্যমে দেশবাসী একটি ভালো ফল পাবে।

এই কেন্দ্রের পরিবেশ খুব ভালো জানিয়ে বি চৌধুরী বলেন, আমি এখন মুন্সীগঞ্জ যাচ্ছি। যাওয়ার সময় হয়তো বিভিন্ন এলাকার ভোটকেন্দ্রের পরিবেশ দেখতে পারবো।

Bootstrap Image Preview