Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাতেই ভোট দিয়ে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে: ড. কামাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ১০:১৫ AM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ১০:১৫ AM

bdmorning Image Preview


রাতেই ভোট দিয়ে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে বলে অভিযোগ করে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনবলেছেন, প্রতি মুহূর্তে, প্রতি মিনিটে দেশের বিভিন্ন জায়গা থেকে ফোনে তথ্য আসছে, রাতেই চুরি করে ভোট দিয়ে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে।

রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেন ড. কামাল। পরে সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, নির্বাচনে ভোট চুরি স্বাধীন দেশে বঙ্গবন্ধু এবং ৩০ লাখ শহীদের সঙ্গে বেঈমানির শামিল। সেইসঙ্গে এটা খুবই উদ্বেগজনক ব্যাপার।

ড. কামাল বলেন, ইতোমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় পুলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এটা অপ্রত্যাশিত। আমরা বলবো, আমাদের দেশের পুলিশসহ নিরাপত্তা বাহিনীর গৌরবৌজ্জল অতীত-ভবিষ্যৎ রয়েছে। আশা করি তারা এর সুষ্ঠু তদন্ত করবে এবং ভোট রক্ষা করবে।

ঢাকা-৮ আসনের ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দেন ড. কামাল হোসেন। আজ সকাল ৯ টার দিকে এই কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। তার সাথে তার পরিবারের সদস্যরা ছিলেন বলে জানা গেছে।

ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নৌকার প্রার্থী বর্তমান সরকারের মন্ত্রী রাশেদ খান মেনন।

Bootstrap Image Preview