মানুষ ও দেশকে ভালোবাসার ধারাবাহিকতায় আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতি করছেন। অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার ও তাদের বক্তব্য দেখলে তারা যে দেশকে আর মানুষকে ভালোবাসে এটার প্রমাণ পাওয়া যায় না, বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সামসুল আরেফিন সিদ্দিক।
শনিবার (২৯ ডিসেম্বর) অপরাজেয় বাংলাদেশ আয়োজিত হোটেল ওয়েস্টিন পেশাজীবীদের গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের মানুষকে বঙ্গবন্ধু যেভাবে ভালোবেসে গেছেন এবং মানুষকে যেভাবে ভালোবেসে দেশে সামগ্রিক উন্নয়নের নেতৃত্ব দিচ্ছেন, সেভাবে আমাদের সবার উচিত হবে, যে যেই অবস্থানে আছি সেখান থেকে আমাদের পেশাগত দায়িত্ব পালন করা।
আরেফিন সিদ্দিক বলেন, মানুষকে সত্য কথাটাই বলা উচিত। সত্যের কোনো বিনাশ নেই। যেই মার্কিন যুক্তরাষ্ট্র ৭১ এ আমাদের সরাসরি বিরোধিতা করেছে, আজকে ইউএস কংগ্রেসের রেজ্যুলেশনে স্বীকার করা হচ্ছে, একাত্তরে বাংলাদেশে ৩০ লক্ষ মানুষ হত্যাকাণ্ডের স্বীকার হয়েছে। সেই হত্যাকাণ্ডে জামায়াত শিবির জড়িত। বহুদিন পর হলেও সত্য কিন্তু প্রকাশ হয়।