Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজশাহীতে বইছে তীব্র শৈত্যপ্রবাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ১২:১১ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ১২:১১ PM

bdmorning Image Preview


রাজশাহীতে বইছে তীব্র শৈত্যপ্রবাহ। শনিবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। 

শুক্রবার (২৮ ডিসেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দিনভর বয়ে যাওয়া হিমেল হাওয়ায় মানুষ অনেকটাই কাবু। সন্ধ্যার পর বাজার ফাঁকা হয়ে যায়।

রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, শুক্রবার দেশের এবং মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে রেকর্ড করা হয়। সারাদিনই হিমেল হাওয়া বইতে থাকে। আকাশ ছিল মেঘমুক্ত পরিষ্কার। তাপমাত্রা আরও কমতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, এর আগের দিন রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৭ ডিগ্রি এবং বুধবার (২৬ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। 

Bootstrap Image Preview