Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দামেস্কে ফের দূতাবাস খুলতে যাচ্ছে বাহরাইন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ০২:০৭ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ০২:০৭ PM

bdmorning Image Preview


সিরিয়ার রাজধানী দামেস্কে দূতাবাস খুলতে যাচ্ছে বাহরাইন। সাত বছরের বিরতির পর দামেস্কে নতুন করে দূতাবাস খুলতে যাচ্ছে বাহরাইন বলে আক বিবৃতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রী।

শুক্রবার এ দূতাবাস খোলার কথা জানিয়েছে দেশটি।

এতে বলা হয়, রাজধানী মানামায় সিরীয় দূতাবাসের কার্যক্রম চলছে। দুই দেশের মধ্যে বিমান চলাচলও শুরু হতে যাচ্ছে।

২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সিরিয়ায় বাহরাইনে দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়। এর আগে আরব আমিরাতও সিরিয়ায় দূতাবাস খোলার কথা জানিয়েছে।

যুক্তরাষ্ট্র মিত্র আরব আমিরাত একসময় আসাদ বিরোধীদের সমর্থন জানিয়েছিল।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সিরিয়ায় মানামার দূতাবাসের মেরামতকাজ শুরু হয়েছে।

Bootstrap Image Preview