Bootstrap Image Preview
ঢাকা, ১১ সোমবার, আগষ্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মিসরে এক প্রেসিডেন্টের বিরুদ্ধে আরেক প্রেসিডেন্টের আদালতে সাক্ষ্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৬:০৬ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৬:০৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মিসরের সাবেক ক্ষমতাচ্যুত ও নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন বিক্ষোভের মুখে পদত্যাগ করা প্রেসিডেন্ট হোসনি মোবারক। বুধবার একই আদালতে উপস্থিত হন সাবেক এ দুই প্রেসিডেন্ট। সেখানেই তিনি মুরসির বিরুদ্ধে সাক্ষ্য দেন।

২০১১ সালে এক অভ্যুত্থানে ৩০ বছর পর ক্ষমতা হারান হোসনি মোবারক। ওই বিক্ষোভে জেল ভেঙে অনেক বন্দি পালিয়ে যায়।

হোসনি মোবারক তার সাক্ষ্যে বলেন, মোহাম্মদ মুরসি ওই সব বন্দিকে পালাতে সহায়তা করেছিলেন।

আদালেতের অধিকাংশ প্রশ্নের উত্তর দিতে পারবেন না বলে জানান হোসনি মোবারক। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, এসব উত্তর দিতে হলে সেনাবাহিনী এবং বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির অনুমতি নিতে হবে।

Bootstrap Image Preview