Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০২:০৫ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০২:০৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস।

আজ বৃহস্পতিবার এক ‍টুইট বার্তায় জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জাতিসংঘের মহাসচিবের উদ্বৃতি দিয়ে এই আহ্বান জানান।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক টুইট বার্তায় বলেন, ‘বাংলাদেশে আসন্ন নির্বাচনের আগে সহিংসতা, ভয় এবং বলপ্রয়োগমুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। এ ছাড়া সংখ্যালঘু ও নারীসহ সকল বাংলাদেশি যেন অবশ্যই নিরাপদ ও আত্মবিশ্বাসের সঙ্গে তাদের ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করতে পারে।’

তিনি বলেন, ‘সংখ্যালঘু ও নারীসহ সকল বাংলাদেশি নাগরিকরা যেন অবশ্যই নির্বাচনে নিরাপদে ও আত্মবিশ্বাসের সঙ্গে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে। নাগরিক সমাজ এবং নির্বাচন পর্যবেক্ষকদের নির্বাচন ব্যবস্থায় তাদের ভূমিকা পালনের মাধ্যমে এক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করতে হবে।’

এ ছাড়া শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখারও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন গুতেরেস।

Bootstrap Image Preview