জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল শুক্রবার সকালে। সকাল ৮টার পর নির্বাচনী এলাকায় সব ধরনের প্রচার-প্রচারণা, সভা-সমাবেশ, মিছিল ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির জনসংযোগ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৮ অনুসারে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে অর্থাৎ ২৮শে ডিসেম্বর সকাল ৮টা হতে ১লা জানুয়ারি বিকাল ৪টা পর্যন্ত কোনো নির্বাচনী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা করা যাবে না।
অর্থাৎ ২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে ১ জানুয়ারি বিকাল ৪টা পর্যন্ত সারা দেশে সব ধরনের সভা-সমাবেশ, নির্বাচনী গণসংযোগ, শোভাযাত্রা, মিছিল বন্ধ থাকবে।
বিষয়টি রিটার্নিং অফিসার ব্যাপক প্রচারের প্রার্থী ও রাজনৈতিক দলকে অবহিত করবে। ওই সময়ের মধ্যে কোনো ব্যক্তি হিংস্রতামূলক কাজ বা বিশৃঙ্খলা করতে পারবে না।
ভোটার, নির্বাচনী কাজ বা দায়িত্ব সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন করা যাবে না। কেউ অস্ত্র বা জোর প্রদর্শন বা ব্যবহার করতে পারবে না।
কোনো ব্যক্তি ওই বিধানাবলী লঙ্ঘন করলে অন্যূন দুই বছর এবং অনধিক সাত বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডিতে দণ্ডিত হবে।
এদিকে চলছে ইসির ফাইনাল প্রস্তুতি। ৩০০ আসনের মধ্যে ইতোমধ্যে ২৯৯ আসনের ব্যালট মুদ্রণ সম্পন্ন করেছে ইসি। অধিকাংশ জেলায়ই গতকাল পাঠিয়ে দেওয়া হয়েছে। আইনি জটিলতা চট্টগ্রাম-৪ আসনের ব্যালট মুদ্রণ করা হয়নি। ইসির মুদ্রণ শাখা সূত্র জানায়, আদালতের নির্দেশনায় কয়েকটি আসনে পুনরায় ব্যালট মুদ্রণ করা হয়েছে। আমাদের প্রস্তুতি ফাইনাল। বৃহস্পতিবারের মধ্যে সব জেলায় ব্যালট পঠিয়ে দেওয়া হবে।
ইসি সূত্রমতে, এ পর্যন্ত আদালতের নির্দেশনায় প্রার্থী পরিবর্তন হওয়ায় ২৫ আসনে পুনরায় ব্যালট মুদ্রণ করা হয়েছে।
সর্বশেষ তথ্য অনুসারে গতকাল আদালতের নির্দেশনায়, নরসিংদী-৩, গাইবন্ধা-৪ ও নাটোর-৪ আসনে প্রার্থী পরিবর্তন হয়েছে। এসব আসনে পুনরায় ব্যালট মুদ্রণ করতে হবে।
এদিকে ধানের শীষ নিয়ে জামায়াতের ২৫ প্রার্থিতা অযোগ্যতা ঘোষণার দাবিতে হাইকোর্টে আবেদন করা হয়েছে। আজ এ রিটের ওপর শুনানি হবে।
ইসি কর্মকর্তারা জানান, বিজি প্রেসসহ ঢাকার ৩টি প্রেস থেকে ব্যালট পেপার বিতরণ করা হয়েছে। প্রথম দিন বুধবার ২২ জেলায় পাঠানো হয়। পরের দিন বাকি জেলাগুলোয় ব্যালট বিতরণ করা হয়। এসব কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। আজ বৃহস্পতিবার পুনরায় মুদ্রণ ও বাকি জেলাগুলোয় পাঠানো হবে।
ইসি সূত্রমতে, আদালত এই ২৫ প্রার্থীর বিষয়ে স্থগিতাদেশ এলেও সেসব আসনে পুনরায় ব্যালট মুদ্রণ করার প্রস্তুতি নিয়ে রাখছে। যদিও এসব আসনে ইতোমধ্যে ব্যালট পেপার পাঠিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক প্রচারের মাধ্যমে রাজনৈতিক দল ও প্রার্থীকে অবহিত করার জন্য বলা হয়েছে।
এ ছাড়া আগামীকাল ২৮ ডিসেম্বর মধ্যরাত থেকে যানবাহন চলাচলের ওপরও নিষেধাজ্ঞা থাকবে। ওই দিন থেকে ২ জানুয়ারি পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপরও নিষেধাজ্ঞা থাকবে।