Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন জুয়েল

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৪:৫৪ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৪:৫৪ PM

bdmorning Image Preview


ফরিদপুর-২ (নগরকান্দা, সালথা ও কৃষ্ণপুর) আসনে সাজেদা চৌধুরী পক্ষে নৌকায় ভোট চান জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি ও সাবেক এমপি সাইফুজ্জামান জুয়েল চৌধুরী।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত নগরকান্দা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি আওয়ামী লীগের প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষে নৌকায় ভোট চাইতে প্রচারণায় নামেন।

এ সময় তিনি পুরাপাড়া, মনোহরপুরসহ বেশ কয়েকটি পথ সভা, উঠোন বৈঠক ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন বিষয়ে মতবিনিময় করেন।

সাবেক এমপি সাইফুজ্জামান জুয়েল চৌধুরী বিভিন্ন কর্মসূচিতে বর্তমান সরকারের উন্নয়ন কাজের তথ্য তুলে ধরে বলেন, উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক, উন্নয়নের প্রতীক। দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। এ জন্য নৌকার বিজয় নিশ্চিত করার বিকল্প নেই।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুভোল সাহা, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন নিলু, নগরকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা উপজেলা আ' লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মারুফ হোসেন বকুল চৌধুরী, আওয়ামীলীগ নেতা এ এফ এম সিদ্দিকুল আলম বাবলু, এনায়েত চৌধুরী প্রমুখ।

Bootstrap Image Preview