Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঠাকুরগাঁওয়ে নৌকার প্রচারণায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা 

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ১২:৫৯ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ১২:৫৯ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে নৌকার প্রচারণায় নেমেছেন দেশে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্থানীয় শিক্ষার্থীরা। 

এসময় তারা শহরে বিভিন্ন স্থানে লিফলেট ও হেন্ড মাইক নিয়ে ভোটারদের কাছে গিয়ে নৌকার পক্ষে ভোট চান ও সে সাথে ঠাকুরগাঁও জেলার উন্নয়নে কথা তুলে ধরছেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া বলেন, আমরা সকলে ঠাকুরগাঁও সন্তান দেশে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থী আমরা চাই তরুণ সমাজের ভোট নৌকার পক্ষে হউক ও ঠাকুরগাঁও উন্নয়নের যে ধারা অব্যাহত আছে তার অংশীদার হতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করছি।

আরেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আরফিন হোসেন বলেন, আমরা প্রতিদিন শহরের বিভিন্ন পাড়া মহল্লার অলিগলির সকল সাধারণ জনগণের কাছে বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরছি এবং ইনশাআল্লাহ সবার কাছে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এছাড়াও তরুণ দের মাঝে ব্যাপক উচ্ছ্বসিত মনোভাব লক্ষ্য করা যাচ্ছে।

উল্লেখ্য, ঠাকুরগাঁও ১ আসনে দুই হেভিওয়েট প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

Bootstrap Image Preview