Bootstrap Image Preview
ঢাকা, ০৫ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২১ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জেএসসি পরিক্ষায় এক স্কুলের সবাই ফেল

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৭ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৯ PM

bdmorning Image Preview


এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরিক্ষায় জয়পুরহাটের পাঁচবিবিতে একই বিদ্যালয়ের সব পরিক্ষার্থী ফেল করেছে। উপজেলার চাঁনপাড়া নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে দুই জন পরিক্ষার্থী এ বছর জেএসসি পরিক্ষায় অংশগ্রহণ করেন।

সোমবার (২৪ ডিসেম্বর) দেশব্যাপী জেএসসি পরিক্ষার ফলাফল ঘোষণার মাধ্যমে জানা যায় যে, ঐ স্কুলের দুই জন পরিক্ষার্থী কেউ পাশ করতে পারেনি।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন জানান, ২০০৪ সালে জাতীয় শিক্ষা বোর্ড রাজশাহী কর্তৃক বিদ্যালয়টি ৮ম শ্রেণি পর্যন্ত পাঠদানের অনুমোদন পায়। বেশ কিছুদিন কার্যক্রম পরিচালানা করা হলেও বর্তমানে স্কুলটি এমপিও ভুক্ত না হওয়ায় এর ম্যানেজিং কমিটিও নেই বলে জানান এই শিক্ষক।

তিনি আরো বলেন, আজ থেকে এক বছর আগে এই স্কুলের ৬ষ্ঠ শ্রেণিতে ৪৩ জন ও ৭ম শ্রেণিতে ৩২ জন শিক্ষার্থী ছিল। যা বর্তমানে সরেজমিনে গিয়ে দেখা গেছে অত্র বিদ্যালয় জুরে রয়েছে এই দুই জন পরিক্ষার্থী। বর্তমানে স্কুলের কোন ম্যানেজিং কমিটি নেই। আছে সুধু বিদ্যালয়ের কয়েকটি শ্রেণিকক্ষ ও খেলার মাঠে আম গাছ। দেখা যায়না পাঠদান কার্যক্রম।

এ দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ এসব বিষয় নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview