Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইবিতে নতুন চার সিন্ডিকেট সদস্য নিয়োগ

ইবি প্রতিনিধি:
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৪ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৪ PM

bdmorning Image Preview


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২৪৩তম সিন্ডিকেট সভায় আগামী দুই বছরের জন্য নতুন চার জন সিন্ডিকেট সদস্য মনোনিত হয়েছেন।

রবিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক সাদেকুল আরেফিনের পরিবর্তে সাধারণ শিক্ষা ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক প্রক্টর ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মাহবুবর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মমতাজুল ইসলামের পরিবর্তে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক অরবিন্দ সাহা মনোনিত হয়েছেন।

এ ছাড়াও খালেদা জিয়া হল প্রভোস্ট অধ্যাপক অশোক কুমার চক্রবর্তীর পরিবর্তে জাতির পিতা শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক তপন কুমার জোদ্দার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মুহাম্মাদ আব্দুর রশীদের পরিবর্তে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মুহাম্মদ আফজাল মনোনয়ন দেয়া হয়েছে।

উল্লেখ্য, পূর্বের চার সদস্যের মেয়াদ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তাদেরকে মনোনিত করে।

Bootstrap Image Preview