Bootstrap Image Preview
ঢাকা, ০৪ সোমবার, আগষ্ট ২০২৫ | ২০ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কোম্পানীগঞ্জে দুই ডাকাত দলের গোলাগুলিতে নিহত ১

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ১২:১৯ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ১২:১৯ PM

bdmorning Image Preview


নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুই ডাকাত দলের মধ্যকার কোন্দলের জেরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় এক ডাকাত সদস্য নিহত হয় বলে জানা যায়।

বুধবার (১৯ ডিসেম্বর) রাত রাত ১ টার দিকে  রামপুরে বাঞ্চারাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ডাকাত হকসাব (২৭) কবিরহাট উপজেলার ভুঁইয়ার হাট এলাকার মৃত শামসুল আলমের ছেলে।

এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, রাত ১ টার আমরা জানতে পারি ঐ এলাকায় গোলাগুলি হচ্ছে দুই ডাকাত দলের মধ্যে। এসময় ফোর্স পাঠালে তারা উভয় পক্ষ পালিয়ে যায়। এসময় হকসাব নামে এক ডাকাত সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

Bootstrap Image Preview