Bootstrap Image Preview
ঢাকা, ০২ শনিবার, আগষ্ট ২০২৫ | ১৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জন্মদিনের পার্টিতে প্রেমিককে ডেকে তরুণীর এ কি কাণ্ড!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৫১ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৫১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


প্রেমিক প্রতারণা করছে জানতে পেরে কেঁদে ভাসাচ্ছেন? কিংবা মনে হচ্ছে বেঁচে থাকাই মুশকিল? বিশ্বাসঘাতকতার শিকার হলে এ রকমই মনে হয়। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রমী টেক্সাসের যুবতী টিয়ানা পেরেরা।

টিয়ানা বুঝতে পেরেছিলেন সম্পর্ক আর ঠিক নেই। দিনের পর দিন প্রতারণা করছেন তার প্রেমিক। কিন্তু মনের বাঁধ ভাঙেননি প্রেমিকের সামনে। সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন তিনি। নিজের জন্মদিনকেই তাই বেছে নিলেন উপযুক্ত জবাব দেয়ার জন্য। নিজের ২১তম জন্মদিনে সবার সামনে হাসি মুখে প্রতারক প্রেমিকের সঙ্গে সম্পর্কে দাঁড়ি টানলেন টিয়ানা। সেই ভিডিও টুইটারে শেয়ারও করেছেন তিনি।

ভিডিওতে দেখা যাচ্ছে, টিয়ানার জন্মদিনের পার্টিতে খুব হইচই হচ্ছে। তার মাঝেই হঠাৎ সবাইকে থামিয়ে কথা বলতে শুরু করেন তিনি। বন্ধুদের সামনেই প্রেমিককে ডেকে জানিয়ে দেন, এই সম্পর্ক তিনি আর রাখবেন না। সঙ্গে এও বলেন, তিনি আরও ভাল প্রেমিক ডিজার্ভ করেন। এই সব শুনে পার্টি থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যান প্রতারক প্রেমিক। উপস্থিত বন্ধুরাও তাকে লক্ষ্য করে হাসিতে ফেটে পড়ে।

Bootstrap Image Preview